রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) অত্যাধুনিক অ্যাম্বুলেন্স কখনো রোগী বহন করেনি। এটির দাম ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা। ২০১৯ সালে মেসার্স ফেরিটেক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ইতালি থেকে আনা ৫টি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স স্বাস্থ্যমন্ত্রণালয় সরবরাহ করে। এর একটি পায় রামেক হাসপাতাল। হ্রদ্রোগীদের জন্য এই কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটিতে ৪০ ধরনের চিকিৎসার ব্যবস্থাপনা আছে।
রামেক হাসপাতালের আইসিইউতে যে ধরনের সুবিধা আছে তার চেয়ে বেশী সুবিধাসম্বলিত এই অ্যাম্বুলেন্স। এমনকি পালস অক্সিমিটারের মতো ছোট যন্ত্রও আছে সেখানে। এই অ্যাম্বুলেন্সটিতে রোগী বহন করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চিকিৎসক ও নার্স দরকার। কিন্তু এরকম চিকিৎসক ও নার্স নেই রামেক হাসপাতালে। আর তাই দু বছর ধরে পড়ে আছে গ্যারেজে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে যে আইসিইউ ইউনিট আছে, সেটা আমাদের বানানো। আইসিইউর প্রকৃত মান সেখানে নেই। কিন্তু অ্যাম্বুলেন্সটি আইসিইউর চেয়েও অনেক বেশি। ফলে সেটি পরিচালনার মতো জনবল আমাদের নেই। বিষয়টি জানিয়ে অনেক দিন আগেই ঢাকায় চিঠি দেওয়া হয়েছে কিন্তু অগ্রগতি হয়নি।
Subscribe
Login
0 Comments
Oldest