ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে জন্মাষ্টমী কিশোরগঞ্জের বাজিতপুরে।শ্রী শ্রী হরিসভা কর্তৃক আয়োজিত ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গল শুভাযাত্রা বের হয় সকাল ১০.৩০ মিনিটে
এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এর সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম।২নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দীন ।
মঙ্গল শোভাযাত্রায় অশংগ্রহন করেন,হরি সভার সভাপতি বাবু কৃষ্ণ সাহা। সাধারণ সম্পাদক বাবু দেবদুলাল দাস সহ বাজিত পুরের সকল ভক্ত বৃন্দ।
আমরা কথা বলি – বাবু সমির কুমার রায়(শিক্ষক ) এর সাথে তিনি জানান-প্রতি বছরের মত এবারেও সফল ভাবেই সম্পন্ন হয় জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা।
উল্লেখ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন।আজকের দিনটি শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন।