জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কালিহাতীতে বিয়াইল গ্রামের একটি বাড়ির বসত ঘরের সামনে আঙ্গিনার ফসলি খড়কুটোর পালাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোলায়মান (৩০), হানিফ উদ্দিন (৪৫), সাব্বীর হোসেন (২০), লাইলী বেগম (৩৫),রুবিয়া (২৫) অভিযুক্ত করে কালিহাতী থানায় আব্দুল হালিম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিয়াইল ইয়াকুব আলীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ প্রায় তিন যুগ ধরে একই বাড়ির ইসমাইল হোসেন ছেলে সোলায়মানের সাথে। যার জের ধরেই শনিবার রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বাদী আব্দুল হালিম অভিযোগ করেন, প্রতিপক্ষ আমাদের নিঃস্ব করতে শত্রুতাবশত বসত ঘরের দরজা আটকিয়ে অগ্নিসংযোগ করে। এতে অন্তত ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে রোববার বিকালে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় চেয়ারম্যান সোহরাব হোসেনকে জিজ্ঞাসা করলে বলেন, আমি একাধিক বার মিমাংসা করার চেষ্টা করেছি কিন্তু লাভ লাভ হয়নি।