জামালপুরের সরিষাবাড়ীতে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদে মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন আন-নুর মডেল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মুফাসির মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামনগর কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মানু।
এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, আবু মোহাম্মদ দুদু মিয়া, আরামনগর কামিল মাদ্রাসার মুহাদ্দিস সিরাজুল ইসলাম, জামালপুর জালালাবাদ ফাজিল মাদ্রাসার প্রভাষক নাজমুল হুদা ফয়েজি, শিক্ষক ও সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত, কবি কলামিস্ট ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর,
শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।
উল্লেখ, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।