কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর রাতুল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হোসেনপুর থানা পুলিশের লাগাতার সাঁড়াশি অভিযানে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে মামলার প্রধান আসামি সহ তিনজনকে গ্রেপ্তার করে হোসেনপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ১। বকুল মিয়া ২। মো: কফিল মিয়া ৩। লিটন মিয়া। চাঞ্চল্যকর এ হত্যা মামলায়, এই পর্যন্ত ৫জন আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, গত (৫ ফেব্রুয়ারি) বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা নিয়ে তর্কের জেরে উপজেলার সাহেবের চর গ্রামে মাজারের উরশ অনুষ্ঠানে রাতুল ও রিফাতের উপর পরিকল্পিত অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি বিকেলে রাতুলের মৃত্যু হয়।
এ ঘটনায় সর্বস্তরের মানুষের একটায় চাওয়া দুষিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
এই বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো: মিল্টন মিয়া, উপ-পরিদর্শক সুশান্ত চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সের একটি টিমের অভিযানে আসামিরা গ্রেপ্তার হয়। আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। জড়িত সকল আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য আসামিরাও দ্রুত গ্রেপ্তার হবে ইনশাআল্লাহ।