“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’’এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেলান্দহ বাজারের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ এবং রেলওয়ে স্টেশন এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠন সুত্রে জানা যায়, এই সংগঠনটি ২০২০ সাল থেকে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে থাকে। বিনামূল্যে মানুষকে রক্তদানের মত মানবিক বিভিন্ন কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী ৩’শতাধিক অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ এবং ২শত ৫০জন মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি রক্তদানের সচেতনতা থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বার্তা লিফলেট সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেয় এই সংগঠনের সদস্যরা।
তারা আরো জানান, ‘আমাদের এই কর্মকান্ডে মানুষের উপকার করার জন্যই। আমরা আমাদের সাধ্যমত এই সংগঠনের মাধ্যমে অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের পাশে সব সময় থাকতে চান। তাদের জানামতে কখনোই মানুষ যেন রক্তের অভাবে মৃত্যুর দিকে দাপিত না হয়। তাদের এমন উদ্যোগে মানুষ যেন নিজের রক্তের গ্রুপ নির্ণয়ে সব সময় সচেতন থাকে। ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’’। আমাদের এই সংগঠন মানুষের পাশে সব সময় আছে এবং থাকবে।
এ-সময় এই কর্মসূচি অনুষ্ঠানে, ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, পরিচালক আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক রাসেল হোসাইন, অর্থ সম্পাদক হারুন মল্লিক, সহ-অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, সরিষাবাড়ী কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ভলান্টিয়ার রফিকুল ইসলাম, জিন্নাত, মুক্তাদির, আতিক, সানজিদা, মিতু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।