কালিহাতী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালিহাতীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

“বেশি বেশি মাছ চাষ করি,

বেকারত্ব দূর করি”

শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।

এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও অফিস সহকারী মিনহাজ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) রব্বেল হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, তারেক আহমেদ, সাধারণ সম্পাদক দাস পবিত্র, যুগ্ম সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন, সদস্য দুলাল হোসেন রানা, এমএম হেলাল, সবুজ সরকার, লতিফ তালুকদার ও রবিন হোসেন প্রমুখ।

সভায় ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং উপজেলার মৎস্য উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মৎস্য অফিসের তথ্য অনুযায়ী এ বছর এ উপজেলায় ১১ হাজার ৪ শত ১০.৮৯ মেট্রিক টন চাহিদার বিপরীতে ১২ হাজার ৫৬.১৪ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker