বিদ্যুতের সর্বনাশা থাবা কেঁড়ে নিল একটি কোমলপ্রাণ। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোগলাকান্দি গ্রামের রইচ উদ্দীন সরকারের আট ছেলে এক মেয়ে। শুভ (১৯) রইচ উদ্দীন সরকারের নয় (৯) সন্তানের একজন। আজ শুক্রবার (২৭ আগষ্ট) বিদ্যুৎ শকে মারা যায়।এমন তাগড়া যুবকের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।
জানা যায় -বিকাল ৫ঃ৪০ মিনিটে তার মৃত্যু হয়।বিকালে ছাদে উঠে গাছ থেকে লোহার রড দিয়ে পেপে পারতে গিয়ে হাত ফস্কে হাতে থাকা রড বিদ্যুতের তারে লেগে যায়।এতে বৈদ্যুতিক শক
লাগে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী সিয়াম তালুকদার আমাদের জানান- এইস এস সি পড়ুয়া ছিলেন শুভ। বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছিলেন দুর্ঘটনায় মৃত্যু বরণকারী শুভ।