আজ ২৭ /৮ /২০২১ ইং তারিখে খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা জামে মসজিদে। জুম্মার নামাজের আগে মসজিদে এলাকার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন অফিসার ইনচার্জ মোঃ আনচারুল করিম বলেন
আমি আপনাদের পানছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ আপনারাদের সাথে দুই চারটি কথা বলবো কথা গুলো হলো আমি যতদিন এই পানছড়িতে থাকবো ততোদিন পানছড়িতে কোন মাদক সেবনকারী মাদক ব্যবসায়ী ও কোন অপরাধী কে আমি ছাড় দিব না আমাকে আপনারা সহযোগিতা করবেন আপনারা জানেন কিনা জানিনা আমি পানছড়ি থানা আসার এক সপ্তাহের মাথায়। দুই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী কে মাদকদ্রব্য সহ পানছড়ি থেকে মাদকদ্রব্য আইনে তাদের কে খাগড়াছড়িতে চালান করি। তিনি আরো বলেন আপনাদের কাছে একটি অনুরোধ করবো কোন মাদক ও কোন অপরাধ মূলক কাজের জন্য আমার কাছে তবদির নিয়ে আসবেন না। আমি আপনাদের কথা দিলাম আপনাদের সুখে দুংখে আমি আপনাদের পাশে আছি থাকবো, আর আমার থানার দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আপনারা আমার কাছে ভালো কাজ নিয়ে আসবেন আমি চেষ্টা করবো আপনাদের কাজটা করে দেওয়ার জন্য । তিনি আর বলেন আমি প্রতি শুক্রবারে প্রতিটা মসজিদে গিয়ে সরকারি বার্তা পৌঁছে দেওয়া আমার নৈতিক কর্তব্য। আপনারা আপনাদের ছেলে মেয়েদের সবসময় খোজ
খবর রাখবেন ছেলে মেয়েরা যাতে খারাপ কোন কাজে জড়িত না হয়। সেদিকে আপনারা খেয়াল রাখবেন তিনি আরো বলেন আমি যত দিন এই পানছড়িতে থাকবো মাদকসেবনকারী মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা আমার কাছে কোন ছাড় পাবেনা। আমি মাদককে পানছড়িতে জিরো টলারেন্সে আনবো। আপনারা আমাকে সহযোগীতা করবেন। এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি থানা জামে মসজিদের সেক্রেটারি জেলা আওয়ামী লীগের সদস্য জনাব মোঃ বাহার মিয়া ও পানছড়ি থানার সকল অফিসার বিন্দু । পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান জনাব নাজির হোসেন, সাংবাদিক শাহাজাহান কবির সাজু, সদর ইউপির সচিব নজরুল ইসলাম । ও পানছড়ি থানা জামে মসজিদের কমিটির সকল সদস্যবিন্দু উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন কলোনি পাড়ার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Subscribe
Login
0 Comments
Oldest