জামালপুর সদর উপজেলা দক্ষিণ শাখা সেচ্ছাসেবকদলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার ২৫ আগস্ট বিকেলে তিতপল্লা ইউনিয়নের ড.আব্দুল মজিদ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন ।

সদর উপজেলা দক্ষিণ শাখা সেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম মোস্তফা মুকুলের সভাপতিত্বে সদস্য সচিব এম কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন- জেলা সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, তিতপল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ হাফিজুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোসারফ হোসেন, হযরত আলী, শামছুল আলম, হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, বিপ্লব, তাজ উদ্দিন, তিতপল্লা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সরকার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজু, মেষ্টা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ মোকলেছুর, রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য রব্বানী, তিতপল্লা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সাজু মিয়া, শাহবাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বিএনপি নেতা আঃ সামাদ, তিতপল্লা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আমজাদ হোসেন, প্রচার সম্পাদক লিটু মিয়া, সদর উপজেলা দক্ষিণ শাখা সেচ্ছাসেবকদলের সদস্য ডাঃ শাহিন আলম, আবুল হোসেন সোহাগ, কেরামত আলী, মমিন সহ বিএনপি ও দক্ষিণ শাখা সেচ্ছাসেবকদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করেন।