জামালপুর
জামালপুরে জেলা পুলিশের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী ও অতিরিক্ত ডিআইজি
অদ্য ২৪ আগস্ট ২০২১ ইং তারিখে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রি, জনাব মোঃ ফরিদুল হক খান দুলাল ও জনাব ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট -রেভিনিউ-১) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়গন জামালপুর জেলা পুলিশের বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
১. ইসলামপুর থানার নতুন ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ।
২. ইসলামপুর সার্কেল অফিস স্থানান্তরের জন্য ক্রয়কৃত জমি পরিদর্শন।
৩. নির্মাণাধীন গুঠাইল পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন।
৪. নৌ-পুলিশের অন্তর্গত কুলকান্দি নৌ ফাঁড়ি স্থাপনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন।
৫. পুলিশ লাইন্স জামালপুরে নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবন পরিদর্শন।
৬. পুলিশ ড্রাইভিং ট্রেনিং স্কুলের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন এবং ঠিকাদারদের কাজের গুনগত মান বজায় রেখে কাজ করতে বলেন।
এসময় তারা এলাকার জন-সাধারণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় আরো যারা উপস্থিত ছিলেন- জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ মহোদয়। চেয়ারম্যান ইসলামপুর উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলামপুর, সিনিয়র সহ. পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), অফিসার ইনচার্জ (ইসলামপুর থানা)।