জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে পিবিএস এর লাইন মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চুক্তি ভিত্তিক লাইনম্যান সাজেদুল (২৩) গুরুতর আহত।
আজ মঙ্গলবার (২৪ আগষ্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে পিবিএস এর লাইন মেরামতের সময় এ ঘটনা ঘটে।
সাজেদুল ইসলামপুরের মরাকান্দি গ্রামের সহিজলের পুত্র।
সম্প্রতি চুক্তি ভিত্তিক তার চাকরি হয় সাজেদুলের।
পরবর্তীতে সাজেদুল কে আহত অবস্থায় চিকিৎসার জন্য বকশীগঞ্জ সদর হাসপাতালে নিলে ততক্ষণে অবস্থার আরো অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাজেদুল কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।