টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ২, ছাত্রীর বাবা আহত হয়েছেন।নিহতরা হলেন, বগুড়ার চান্দাইকোনার আব্দুর রশিদ ও পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমেরর মেয়ে তিশা আক্তার (১১)। তার বাবা মো: রেজাউল করিম আহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল -বঙ্গবন্ধু সেতু- মহাসড়কের সেতুর ৪০ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, রেজাউল করিম তার মেয়ে তিশাকে নিয়ে মোটরসাইকেলযোগে পাবনা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বঙ্গবন্ধু সেতুর ৪০ নম্বর পিলারের কাছে পৌঁছলে একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিশা নিহত ও তার বাবা রেজাউল করিম আহত হন।
রেজাউল করিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গ যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা নামকস্থানে বিকাল সাড়ে ৪টায় একটি গাছবাহী ট্রাক উল্টে বগুড়ার চান্দাইকোনার আব্দুর রশিদ নামের এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, বঙ্গবন্ধুসেতু পুর্ব থানার ওসি শফিকুল ইসলাম।