টাঙ্গাইলের ভূঞাপুরে ইসমাইল হোসেন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চর অলোয়া কবরস্থানের একটি আম গাছ থেকে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানগেছে, ভূঞাপুর উপজেলার চর অলোয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন ইসমাইল হোসেন ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার ভোর রাতে ঘুম থেকে ওঠে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে স্থানীয়রা কবরস্থানের একটি আম গাছে ইসমাইলের লাশ ঝুলতে দেখেন। তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।