জামালপুরের সরিষাবাড়ীতে বগারপাড় উচ্চ বিদ্যালয়ে ‘ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ’ (টিএমএসএস) এনজিও উদ্যোগে দুইটি কম্পিউটার ও ১টি পিন্টার মেশিন উপহার দিয়েছেন।
রোববার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই কম্পিউটার বিতরণ করা হয়।
জানা যায়, গত ১নভেম্বর সরিষাবাড়ী কর্মএলাকা পরিদর্শনকালে বগারপাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন (টিএমএসএস) সংস্থার নির্বাহী পরিচালক। এসময় ছাত্র-ছাত্রীদের কম্পিউটার দক্ষতায় জ্ঞান বৃদ্ধির জন্য বিদ্যালয়ের ২টি কম্পিউটার ও ১টি পিন্টার দেওয়ার ঘোষণা দেন নির্বাহী পরিচালক। তারই ধারাবাহিকতায় গত রবিবার বিকালে এই সংস্থার কর্মকর্তারা এই উপহার বিদ্যালয় কতৃপর্ক্ষের হাতে তুলে দেন।
এতে বগারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলজার হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) এনজিও উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান লিটন, জোনাল ম্যানেজার আব্দুল বাছেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, চিকিৎসক শাহান শাহ-মোল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ওমর আলী, আমিন তরফদার, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাধারন সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, স্থানীয় আ.লীগ নেতা আব্দুর ছাত্তার ও আব্দুল বারেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।