জামালপুরের সরিষাবাড়ীতে হত-দরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুআরি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
পরিষদ সূত্রে জানা যায়, সাতপোয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২শত ৯৪ জন হতদরিদ্রের মাঝে ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের ৬০ কেজি করে চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদ। এসময় চাল বিতরনে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মিজানুর রহমান, ট্যাগ অফিসার আওরঙ্গ দেব, ইউপি সদস্য শরাফত আলী, জুরন আলী, নজরুল ইসলাম, চাঁন মিয়া, সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনা বেগম, শিখা বেগম প্রমুখ।
বিতরন কালে ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার। দরিদ্রদের কথা চিন্তা করে সরকার প্রতি মাসে এই চাউল দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় হতদরিদ্র ২৯৪ জন কার্ডধারীর মধ্যে সঠিক ভাবে এই চাল বিতরণ করা হচ্ছে।