টাঙ্গাইলের কালিহাতী ও সখীপুর উপজেলায় পৃৃথক সড়ক দূূর্ঘটনায় নিহত ৪ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলায় আনালিয়া বাড়ী এলাকায় বাস চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী, পৌলী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক ও সখীপুর উপজেলার সখীপুর-বাটাজোর সড়কের পাথারপুর বাজার এলাকায় ট্রাক চাপায় মামা ভাগ্নে নিহত হয় মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে অপ্সাতনামা এক মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু সেতুর দিকে যাওয়ার পথে কালিহাতী উপজেলায় আনালিয়া বাড়ী নামকস্থানে এলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।
অপর দিকে, শুক্রবার সকালে কালিহাতী উপজেলার পৌলী নামকস্থানে ট্রেনে কাটা পড়ে শাহাদত হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নিহতের চাচা সুলতান মাহমুদ জানান, শাহাদত হোসেন গত ১৫ ডিসেম্বর নূরানী তালিমুল কুরআন বোর্ডের অধিনে পৌলী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ ফজলুল হক জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস (কমিউটার ট্রেন) কালিহাতী উপজেলার পৌলী এলাকায় ট্রেনে কাটা পড়ে স্থানীয় নূরানী প্রশিক্ষণ কেন্দ্রের এক প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে শুক্রবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় উপজেলার বাগবাড়ী নিজ বাড়ী থেকে মোটরসাইকেল আরোহী মামা মাসুদ রানা (২৮),ভাগ্নে শাকিল আহমেদ (১৭) মোটরসাইকেল যোগে বাটাজোর বাজারের দিকে যাওয়ার পথে সখীপুর-বাটাজোর সড়কের পাথারপুর বাজার নামকস্থানে এলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামা ভাগ্নে নিহত হয়।নিহত মাসুদ রানা বাটাজোড় বাজারে মেশিনারি পার্টসের ব্যবসায়ী, উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলীর ছেলে, ভাগ্নে শাকিল আহমেদ একই গ্রামের আবদুস সালামের ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।