কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ডিসেম্বর) সকালে কুড়িঘাট বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, শহিদ বুদ্ধিজীবিদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন ও শহিদ বুদ্ধিজীবিদের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে এক আলোচনাসভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারি কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, এএসপি (সার্কেল) সুজন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান টিটু, উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামন কাঞ্চন, সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওয়াহিদুজ্জাম, সাবেক মুক্তিযোদ্ধা করামান্ডার আব্দুস সালাম,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক,জন প্রতিনিধি ও গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Subscribe
Login
0 Comments
Oldest