নওগাঁর ধামইরহাটে কৃষি ঋণ মেলায় উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ পৌরসভার কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে সোনালী, জনতা ও কৃষি ব্যাংক হতে মোট ৩০ লাক টাকার কৃষি শস্য ঋণ বিতরণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার এম পি। ধামইরহাট সোনালী ব্যাংক ব্যবস্থাপক এস বুলবুল আহমেদ জানান, স্বল্পসূদে ১ বছর মেয়াদী ৫০ হাজার থেকে ১ লাক টাকা পর্যন্ত শষ্য ঋণ প্রদান করা হয়েছে। সোনালী ব্যাংক থেকে সাড়ে ৮ লাক সহ জনতা ও কৃষি ব্যাংকসহ সর্বমোট ৩০ লাক টাকার শষ্য ঋণ প্রদান করা হয়েছে। ঋণ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মো: আজাহার আলী, ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো: শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: তৌফিক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, জনতা ব্যাংক ব্যবস্থাপক শামস বদরুদ্দোজা, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক এস এম আকমল হোসেন, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, বিসিআইসি সার ডিলার আলহাজ্ব কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
Subscribe
Login
0 Comments
Oldest