বিভাগীয় পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস। গত ২০জুন রবিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি এর স্বাক্ষরিত আদেশে এই পুরষ্কার ঘোষণা করা হয়।
গতকাল বুধবার (১৮ আগস্ট ২০২১খ্রি.) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি। চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০২০-২১ অর্থ বছরে শুদ্ধাচারের জন্য তাঁকে এই পুরষ্কার দেওয়া হয়। এদিকে পুরষ্কার পাওয়ায় জেলা প্রশাসককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
২০১৯ সালের আগষ্ট মাসে খাগড়াছড়ি জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তারি ধারাবাহিকতায় ভারত সীমান্তবর্তি এলাকায় অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নয়নের মনি হয়ে উঠেছে।
খাগড়াছড়ির পার্বত্যবাসীর জন্য জেলা প্রশাসক জনাব, প্রতাপ চন্দ্র বিশ্বাস মহোদয় একজন আলোকদ্বীপ ব্যক্তিত্ব। তিনি এই খাগড়াছড়ি পার্বত্য জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অব্দি খাগড়াছড়ির মাটি ও মানুষের সকল সম্প্রদায়ের মাঝে শুধু উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিচ্ছেন তিনি সমানভাবে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে তুলেছেন গতিশীল করে তুলেছেন মানুষের আর্তসামাজিক উন্নয়নের ধারাকে ।ওনার তীক্ষ্ণ দৃষ্টি ও বিচারধারা খাগড়াছড়ি পার্বত্য জেলায় একদিকে যেমন অপরাধ প্রবণতাকে হ্রাস করেছে।তেমনি তিনি সকল অনিয়মের বেড়াজালের পৃষ্ঠ থেকে আলোর পথে প্রসারিত করেছেন প্রতিনিয়ত ভাবে।