জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা যুবলীগ সহ-সম্পাদক কেএম রফিকুল ইসলামের চাচা বিএনপি নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ উঠেছে। এঘটনায় গুরুত্বর আহত হয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন যুবলীগ নেতার সেই চাচা ও আ.লীগ কর্মী সমশের আলী (৫৫)।
শনিবার (১০ডিসেম্বর) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডে চরবালিয়া নতুন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নে চর বালিয়া ব্রিজপাড় এলাকায় বিএনপি-জামাতের সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিছিল করা হয়। মিছলে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি আঃ জলিল ফকির, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রতনসহ আ.লীগের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সেই মিছিলের জের ধরে পরদিন শনিবার সকালে বিএনপি’র ত্রাস রফিকুল ইসলাম ভূঁইয়া (৪০), তার পিতা সাবেক মেম্বার আঃ ছাত্তার ভূঁইয়া (৬০) স্থানীয় আ’লীগ নেতাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় স্থানীয় আওয়ামীলীগের কর্মী ও যুবলীগ নেতার চাচা সমশের আলী (৫৫) এর প্রতিবাদ করে। পরে এক পর্যায়ে রফিকুল ইসলাম ভূঁইয়া, ছাত্তার ভূঁইয়া উত্তেজিত হয়ে সমশের আলীকে এলোপাথারিভাবে মাইরপিট শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত সমশের আলী বলেন, আমরা সবাই একই এলাকায় বসবাস করি। শুক্রবার বিকেলে আওয়ামীলীগের মিছিলকে কেন্দ্র করে রফিক, তার পিতা ছাত্তার মেম্বার ও তারা মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাথারিভাবে মাইরপিট করে গুরুতর আহত করে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবো।
অভিযোক্ত রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সমশের আওয়ামীলীগ বা বিএনপি কোন কিছুই করেনা। তার সাথে আমার কোন বিবেধ নাই।
উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কেএম রফিকুল ইসলাম বলেন, যাকে মারপিট করা হয়েছে সে তার চাচা। এলাকায় এসব সন্ত্রাসী-বিএনপি প্রতিনিয়তই এমন নাশকতামূলক কাজ করে থাকে। তাদের শাস্তি হওয়া উচিৎ।
স্থানীয় ইউপি সদস্য আ: মালেক বলেন, রফিক ও তার পিতা ছাত্তার মেম্বারসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তারা এলাকায় সবসময় সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড করে আসছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুহাব্বত কবীর বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।