টাঙ্গাইলে দুটি পি’স্তল, দুইটি ম্যা’গজিন ও ৬ রাউন্ড গু’লি’সহ সদর পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদকে গ্রে’প্তার করেছে পুলি’শ। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রে’প্তার করা হয়।
পরে তার বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। কাউন্সিলর মোর্শেদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গ্রে’প্তারকৃত মোর্শেদ একই ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার আব্দুর রহিমের ছেলে।
জেলা গোয়োন্দা পু’লিশ (ডি’বি) দক্ষিণের ওসি দেলোয়ার হোসেন বলেন, পৌরসভার সামনে থেকে সদর থানা পু’লিশ এবং ডি’বি পুলি’শের একটি দল মোর্শেদকে গ্রে’প্তার করে। গ্রে’প্তারের পর তার বাসায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার বাসা থেকে দুটি পিস্ত’ল, দুইটি ‘ম্যাগজিন ও ৬ রাউন্ড গু’লি উদ্ধার করা হয়। এসময় তার বাসা থেকে দুটি পি’স্তল, দুইটি ম্যা’গজিন ও ৬ রাউন্ড গু’লি উদ্ধার করা হয়।