কিশোরগঞ্জ

নির্বিঘ্নে বিজয় দিবস পালনের লক্ষ্যে পুলিশের তল্লাশি তৎপরতা

বাংগালি জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়।

আসন্ন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে ঢেকে গেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা। করিমগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলা প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি। পরিবেশ নির্বিঘ্ন রাখতে শহরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত করিমগঞ্জ পুলিশ। এরই ধারাবাহিকতায় প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করছে করিমগঞ্জ থানা পুলিশ।

করিমগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে উপজেলার প্রবেশ পথগুলি ও আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা রয়েছে। পোশাক ধারী আইন-শৃঙ্খলা বাহিনী করিমগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়,মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব,ডিবি,আনসার বাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে মহান বিজয় দিবসকে ঘিরে যেকোনো অপতৎপরতা এড়াতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিরাসহ নজরদারিতে রয়েছে বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড।বহিরাগতদের তৎপরতার বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে।

এছাড়া,পুলিশের বিভিন্ন ইউনিটের সাইবার ক্রাইম টিমের মনিটরিংয়ের আওতায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়কে প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। সন্দেহভাজন সবাইকে তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রয়োজনে যাচাই করা হচ্ছে পরিচয়পত্র।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল‌ আলম সিদ্দিকী জানান,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশে আমরা তৎপর আছি। বিজয় দিবসকে ঘিরে যেন কোন অপ্রীতিকর ঘটনা কেউ না ঘটাতে পারে সেদিকে আমাদের নজর রয়েছে। পুলিশ সুপারের নির্দেশে আমরা যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker