গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ওয়ালটন এক নাম্বার গেইট এলাকায় গত ১৫ই আগষ্ট রাত আনুমানিক ১২ টার দিকে অজ্ঞাত (২৬) পুরুষের লাশ উদ্ধার করেছে সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার পুলিশ। এদিকে তিন দিন পেরিয়ে গেলেও লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্র জানায় ১৫ই আগষ্ট রাতে মহা সড়কের পাশে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনা স্থল থেকেন সালনা হাইওয়ে থানার পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে ময়নাতদন্ত শেষে লাশের পরিচয় সনাক্ত না হওয়া বেওয়ারিশ লাশ হিসেবে গাজীপুর মহানগরে সিটি করপোরেশনের গোরস্তানে লাশ দাফন করা হয়।
এ ঘটনায় সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার পুলিশ উপ পরিদর্শক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে যদি কেও লাশের পরিচয় সনাক্ত করতে পারেন তাহলে নিম্ন ফোন নাম্বার যোগাযোগ করার আহবান জানান ০১৭২০০০৯১০৫