কিশোরগঞ্জের সদরের মারিয়া ইউনিয়নের পূর্ব কাতিয়ারচরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হৃদয় মিয়া(২২) পূর্ব কাতিয়ারচর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।
মঙ্গলবার(২৯ নভেম্বর) সকালে বাড়ির পাশে একটি গাছের ডালে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পূর্ব শত্রুতার জের ধরে হৃদয়কে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আল-আমিন জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে সঠিক রহস্য জানা যাবে।