টাঙ্গাইলে বজ্রপাতের ঝুঁকি কমাতে বিভিন্ন শিল্প কারখানায় তাল গাছ রোপণ করা হয়। শনিবার সকালে পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে এভারগ্রীন ল্যবরেটরীজ (আয়ু) কারখানা চত্বরসহ টাঙ্গাইলের ১৮টি শিল্প কারখানায় তাল গাছের চারা রোপণ করা হয়।
সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ এর নেতৃত্বে এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন সবুজ পৃথিবীর উপদেষ্টা গবেষক মো: আজহারুল ইসলাম খান, কবি আনোয়ার হোসেন নবীন, ডা: মো: আজিজুল হক, সবুজ পৃথিবীর পরিচালক সারমিন আলম ও সবুজ পৃথিবীর সাংগঠনিক সম্পাদক মো: এরফানুজ্জামান রুনু। এই কর্মসূচী চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।