বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ও সরিষাবাড়ী-৪ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেছেন, ‘স্বাধীনতা বিরোধী বিএনপি, জামাত, জঙ্গিবাদের মত অপশক্তির বিরুদ্ধে আ.লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে এর বিকল্প আর কিছু নেই।
শনিবার (৫ নভেম্বর) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল শহীদ নগর রেলওয়ে স্টেশন এলাকায় ৪, ৫, ৬নং ওয়ার্ডের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ আমানে’র সভাপতিত্ব করেন। এ-সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, পিংনা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন মুসা, পিংনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বাবু, উপজেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপনসহ পিংনা ইউনিয়ন আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে মতবিনিময় অনুষ্ঠান শেষে বারইপটল শহীদ নগর স্মৃতিসৌধে শহীদের স্মরণে ফুলদিয়ে শ্রদ্ধা ও মোনাজাত করা হয়।