জামালপুরের সরিষাবাড়ীতে আগামী সংসদ নির্বাচনে আ.লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
রবিবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার ভাটার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু।
এ-সময় ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, প্রতিটি ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সকর ওয়ার্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রত্যাশায় প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সাথে নিয়মিত মত বিনিময় করেন ।