টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের কুরমুশি-সাইটাপাড়া এলাকার সামাজিক গোরস্থানটি শত বছরের পুরনো। অসময়ে পানি বেড়ে ঝিনাই নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় গোরস্থানটি ভাঙনের শিকার হচ্ছে। ভাঙন থেকে রক্ষায় গ্রামবাসী ইতোমধ্যে বাঁশ ও গাছ দিয়ে গোরস্থানটি রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে বার বার জানিয়েও কোন প্রতিকার হয়নি।
বুধবার দুপুরে ঝিনাই নদীর তীর ভাঙন রোধ ও শতবর্ষী গোরস্থান রক্ষার দাবিটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতে তিন শতাধিক নারী-পুরুষ ঝিনাই নদীর তীরে মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দিগলকান্দী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটো, গোরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, স্থানীয় ইউপি সদস্য মো: ইকবাল হোসেন, মো: নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল মনসুর আহমেদ প্রমুখ।