কিশোরগঞ্জের হোসেনপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ। বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এমরুল কায়েস,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কাশেম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, জাকির হোসেন প্রমূখ।
সেমিনারে ভেজাল মুক্ত খাদ্য ও বাজার মনিটরিংয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাজার খাদ্যে ভেজাল দুরিকরনসহ স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার নিশ্চিত করার উপর জোর দাবি ওঠে।