টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া কলেজপাড়া থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে করটিয়া হাটের পুর্ব পাশে রাস্তার ড্রেন থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে করটিয়া হাটের পুর্ব পাশে কলেজপাড়ায় ড্রেনে পানি জমে ছিল। এক দোকানদার ড্রেন পরিস্কার করতে গিয়ে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।