রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় সংশ্লিষ্ট থানা পুলিশ।
নিহতরা হলেন, নৃপেন সাহা নিপু (৫৫) ও সাজ্জাদ হোসেন (২৪)।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাহিম মিয়া জানান, আজ সকালে যাত্রাবাড়ীর সায়েদাবাদ কেরানীগলি ভাড়া বাসা থেকে নৃপেন সাহা নিপুর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- গত দুই বছর পূর্বে ভিকটিমের চাকরি চলে যায়। সংসারে স্ত্রী, এক ছেলে আর মা আছে। ভিকটিম নিজেও শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। একদিকে সংসার অন্যদিকে নিজের অসুস্থতার জন্য হতাশায় সোমবার সকালে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিপুর ভগ্নীপতি উজ্জ্বল দাস বলেন, তার স্ত্রী পলি সাহার সাথে পারিবারিক কোনো বিষয়ে এ ঘটনাটি ঘটাতে পারে। এক ছেলের জনক ছিলেন তিনি। ছয় বোন দুই ভাইয়ের মধ্যে নিপু দ্বিতীয়। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সাহা দৌলতপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র সাহার ছেলে তিনি।
অপরদিকে, কদমতলী পূর্ব জুরাইন গ্যাস পাইপ রোড এলাকার একটি বাসা থেকে সোমবার সকালে সাজ্জাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম পরিবারের বরাতে জানান, সাজ্জাদ হোসেন ফ্যানের সাথে রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সাজ্জাদ এক তরুণীর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে প্রেম করেছেন। সম্প্রতি ঐ সম্পর্কের বিচ্ছেদের পর তিনি হতাশাগ্রস্ত ছিলেন।
সাজ্জাদের বড় বোন আফরোজা জানান, সাজ্জাদ তেজগাঁও কলেজের সাইকোলোজি ডিপার্টমেন্ট থেকে অনার্স পাশ করেছেন। মাস্টার্সে ভর্তি চেষ্টা করছিলেন তিনি।