জামালপুরের সরিষাবাড়ীতে এক সংখ্যালঘু পরিবারের কৃষি জমি দখলের অভিযোগ উঠেছে হুমায়ুন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
জবরদখল করে নেওয়ার চেষ্টায় ভুক্তভোগী সম্পদ রায় গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি গ্রামের মৃত লালচাঁন রায়ের ছেলে সম্পদ রায় ও একই গ্রামের মৃত আ: সাত্তারের ছেলে হুমায়ুন কবির। জমি নিয়ে সম্পদ রায়ের চাচা রতন রায়ের সাথে হুমায়ুন কবিরের বিরোধ চলে আসছিল। একপর্যায়ে গত শুক্রবার সকালে রতন রায়ের জমি না পেয়ে সম্পদ রায়ের ১৩.৫০ শতক আবাদি জমিতে চারাগাছ লাগিয়ে জবরদখলের চেষ্টা চালায় হুমায়ুন কবির।
পরে খবর পেয়ে সম্পদ রায় ওই জমিতে গিয়ে ডাক চিৎকার শুরু করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সম্পদ রায়কে ভয়ভীতি দেখিয়ে হুমায়ুন চলে যায়। বিষয়টি মিটিয়ে ফেলতে স্থানীয়ভাবে চেষ্টা চালালেও হুমায়ুন তা শুনেনি। পরে বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন সম্পদ রায়।
জমি দখলকারী হুমায়ুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্পদের চাচা মানিক রতনের নিকট থেকে জমি কিনেছি। তার জমি দখলে নাই। তাই তার ভাতিজার জমিতে গাছের চারা ও বাঁশ দিয়ে বেড়া দিয়েছি।
ভুক্তভোগী সম্পদ রায় অভিযোগ করে বলেন, বাবা মারা যাবার পর আমি একা হয়ে যাই। তার পরে থেকে হুমায়ুনসহ আরো অনেকেই আমার ওপর নানা ভাবে হয়রানি শুরু করে। এক পর্যায়ে তাদের অত্যাচারে বসত বাড়ী বিক্রি করে অন্যত্র চলে যাই। এর পরেও তারা আমার আবাদি জমি জোর করে দখল করে নিচ্ছে। বাঁধা দিতে গেলে আমাকে মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এর বিচার দাবি করেন তিনি।
এবিষয়ে ডোয়াইল ইউনিয়নে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, সংখ্যালঘুদের জমি দক্ষলের বিষয়টি শুনেছি। এমন ঘটনার যদি কেউ করে থাকে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।