কিশোরগঞ্জের হোসেনপুরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যার সাক্ষী কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নব নির্মিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-১ (হোসেনপুর- কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম কবির, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম প্রমূখ।
সুত্রমতে,১৯৭১ সালের ১৬ আগস্ট দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় দেড় শতাধিক নারী-পুরুষকে হত্যা করে ব্রহ্মপুত্র নদের পাড়ে কুড়িঘাট এলাকায় ফেলে রাখে।