মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘কাঠামোগত সমীকরণ মডেলিং প্রয়োগ করে ডেটা বিশ্লেষণ এবং প্রতিবেদন লেখা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০ টায় বিভাগের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিভাগের চেয়ারম্যান মো: সাহেদ মাহমুদ এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর ড: মো: ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: এ আর এম সোলাইমান। রিসোর্স পার্সন হিসেকে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রফেসর ড: মো: আফতাব উদ্দিন।
ভাইস চ্যান্সেলর ড: মো: ফরহাদ হোসেন বলেন, তথ্য ও উপাত্ত সঠিকভাবে সংগ্রহ করে বিশ্লেষণ করে উপস্থাপন করতে হবে। তিনি ব্যবস্থাপনা বিষয়ে গবেষকদের উদ্দেশ্যে বলেন, গবেষণা এমন ধরনের হতে হবে যা হবে বাস্তবধর্মী এবং সাধারণ মানুষ তাতে উপকৃত হবে। প্রশিক্ষণে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।