রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ১০ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো কামরুজ্জামান (৪৫), মোহাম্মদ আলী (৪০), রিপন আলী (৩৫), আজিজুল ইসলাম (৩৪), ইমতিয়াজ নুর সাগর (৩০), তুহিন (৩৩), মনিরুল ইসলাম (৩৫), রাজন শেখ (৩৬), রিপন শেখ (৩৪), মিঠুন (৩৫)।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ সেপ্টেম্বর, ২০২২ রাত ১০টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমানের নেতৃত্বে এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার সুজানগর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।