রাজশাহী জেলার পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা, বৃক্ষ রোপণ কর্মসূচি ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরিবেশবাদি সংগঠন ‘সবুজ আন্দোলন’ রাজশাহী জেলা শাখার উদ্যোগে বর্ণালীর মোড় মরিয়ম টাওয়ারে ৪র্থ তলায় আজ ৫ই সেপ্টেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় বক্তারা আলোচনা করেন যে, রাজশাহী মহানগরীর সোন্দর্য বর্ধনে অনেক বড় বড় বৃক্ষ নিধন করা হয়েছে। শহরের কোথাও গাছের ছায়া পওয়া মুশকিল। পরিবেশ প্রায় সময় উত্তাপ্ত হয়ে থাকে এর জন্য বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন। আরও আলোচনায় আসে, খনিজ জ্বালানি ব্যবহার বন্ধ করে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের রাজশাহী জেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সবুজ আন্দোলন, জনাব মোঃ আখতারুল ইসলাম খোন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম যুগ্ম সচিব রাজশাহী জেলা শাখা, মোঃ জয়নাল আবেদীন বিশিষ্ট সমাজ সেবক, মোঃ এমদাদুল হক, সমাজ সেবক, ডি এস নজমুল হক বিশিষ্ট ব্যবসায়ী এবং আরও অনান্য ব্যাক্তিবর্গ।