জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ মোহনপুর উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোহনপুর সরকারি ডিগ্রী কলেজ ও প্রতিষ্ঠান প্রধান অত্র কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ নির্বাচিত হয়েছেন। উপজেলা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মো: বাবুল আকতার শাহ্ এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ধোপাঘাটা একে উচ্চ বিদ্যালয়ের মোচা: মুসফিকা নাজনিন।
মোহনপুর মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সভাপতিত্বে ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শাহীন।
মোহনপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুক্তাদির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যাটাগরি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীবৃন্দ।