জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় চুলাই মদ-সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ।
মঙ্গলবার (৩১আগষ্ট) বিকালে পৌরসভার মুলবাড়ী বটতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- উপজেলার পোগলদিগা ইউনিয়নের পাটাবুগা গ্রামের সুলতান মিয়ার ছেলে শান্ত মিয়া (২০), পৌরসভার বলাদিয়ার এলাকার জয়নাল আবেদীনের ছেলে জুয়েল মিয়া (১৯), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ভ্যানচালক রতন মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান করেন। এসময় পৌরসভার মুলবাড়ী বটতলা মোড় থেকে ৫ বোতল দেশীয় চুলাই মদসহ তিন জনকে আটক করেন।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার এস.আই হুমায়ুন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় চুলাই মদসহ তিন জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে ৩জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।