জামালপুরের সরিষাবাড়ীতে ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসন।
সোমবার (২৯ আগষ্ট) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: বদরুল হাসান।
সীলগালাকৃত সেন্টার হলো- মাতৃছায়া ও আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স ও অব্যবস্থাপনায় দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
এ-সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারি মোখলেছুর রহমান ও সরিষাবাড়ী থানা পুলিশ সদস্যসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ-বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ বদরুল হাসান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ক্লিনিকেও অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যহত থাকবেও বলে তিনি জানান।