টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের ৭ দিন পর বাঁশ ঝাড়ের পাশে ডোবা থেকে হৃদয় মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামে একটি ডোবায় তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। হৃদয় ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে এটা একটি হত্যা।
জানাগেছে, হৃদয় গত ৭দিন আগে (২২ আগস্ট) শিমলা বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। নিখোঁজের পর থেকে আত্বীয়-স্বজন ও ছেলের বন্ধুবান্ধবসহ সকল জায়গায় খোঁজা খোঁজির পর তাকে পাওয়া যায়নি। কোথাও ছেলের সন্ধান না পেয়ে, গত ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন হৃদয়ের বাবা। রোববার সকালে স্থানীয় এক ব্যক্তি বাঁশ ঝাড়ের পাশে ডোবায় একটি লাশ ভাসতে দেখেন। তার ডাক-চিৎকারে লোকজন এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।
গোপাালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হৃদয়ের বাবা থানায় নিখোঁজ ডায়রী করার পর পুলিশ খোঁজ খবর নেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরো বলেন আমরা প্রাথমিকভাবে ধারনা করছি এটা একটি হত্যা।