রাজশাহীতে মহানগর জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকাল ৩ টার দিকে নগরীর একটি কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল ইসলাম তালুকদার এমপি, পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ওয়াসিউর রহমান দোলন।
এছাড়াও জাতীয় পার্টির রাজশাহী মহানগর ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।