কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ভৈরব রেলওয়ে পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।
এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫), হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪) ও একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এসময় খুঁটিতে বিদ্যুতের মেইন তার লেগে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রওশন আরা নিপা তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন, এ দুর্ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।