কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে ১৯ মাস বয়সী সাজিদ নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।মৃত সাজিদ ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সাজিদ বাড়ির উঠানে খেলছিল।কিছুক্ষণ পর সাজিদকে উঠানে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে সাজিদের মা শিমা আক্তার বাড়ির পেছনে পুকুরে সাজিদকে ভাসতে দেখে চিৎকার দেন।
পরে স্থানীয়রা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় সাজিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।