টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, গণভোজ, কোরআন তেলাওয়াত, বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় পৌরউদ্যানে জেলা প্রশাাসনের উদ্যোগে জেলা প্রশাসক ড: মো: আতাউল গনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক ড: মো: আতাউল গনি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, সিভিল সার্জন ডা: আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।