জামালপুরের সরিষাবাড়ীতে ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের স্মরণে জাগ্রত ‘৭১ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে।
শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ভাঙাব্রিজে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ইউনিট সন্ধানীর সহায়তায় দিনব্যাপি এ সেবা পরিচালিত হয়।
ক্যাম্প উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেরিন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত ‘৭১ ও উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ডা. মো. হাবিবুল্লাহ্, সন্ধানীর শেখ হাসিনা মেডিকেল কলেজ ইউনিটের আহ্বায়ক রাফিউল ইসলাম রিয়ান প্রমুখ।
ইউনিয়ন ছাত্রলীগের তত্ত্বাবধানে ক্যাম্পে প্রায় ৪২ চিকিৎসক স্থানীয় লোকদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।