কিশোরগঞ্জে অভিযান পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (০৭ আগস্ট) কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালীন গ্রাহক পর্যায়ে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাণে কম দেয়ার কারণে এ জরিমানা করা হয়।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে বড়পুল এলাকার হিমু ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা ও গোল্ডেন ওয়েল কোং এন্ড ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।