উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইলের নদীগুলোর পানি ফের বাড়তে শুরু করেছে। নদীতে পানি বাড়ায় স্থানীয় চাষীরা রোপা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েণ্টে ৩১, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েণ্টে ২৯ ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েণ্টে ২২ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া বংশাই নদীর পানি মির্জাপুর পয়েণ্টে ৪ সেণ্টিমিটার, লৌহজং নদীর পানি টাঙ্গাইল সদর পয়েণ্টে ৭ সেণ্টিমিটার ও ফটিকজানী নদীর পানি ভূঞাপুর পয়েণ্টে ৭ সেণ্টিমিটার বেড়েছে।
তিনি আরও জানান, যমুনাসহ জেলার অভ্যন্তরীণ সবগুলো নদীর পানি বাড়লেও বিপদৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও এবার বড় ধরণের বন্যার কোন সম্ভাবনা নেই।