অবিশ্বাস্য তবুও সত্যি জামালপুরের সরিষাবাড়ীতে শিশুর গালে অলৌকিক ভাবে নৌকা প্রতীকের নৌকার চিহ্ন ভেসে উঠেছে।
৮মাস বয়সী এই শিশুর জন্ম হয়েছে উপজেলার পৌর শহর আরামনগর বাজার এলাকায়।
গালে ভেসে উঠা প্রতীকের জন্মদাগটি দেখার জন্য সেই শিশুর বাড়ীতে স্থানীয়দের ভীর জমছেন প্রতিনিয়তই। পরে নৌকা প্রতীকটি দেখে এলাকাবাসী শিশুটির নাম রেখে দিয়েছেন ‘নৌকা কন্যা সাওদা’। এমন বিষয়ে এলাকায় নানা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, আরামনগর বাজার এলাকার বাসিন্দা বন্ধন কোয়ালিটি আইসক্রীম বরফ কলের মালিক আরিফুল হক ও হাসি আক্তার দম্পতির ঘরে ২০২১সালের ৬ ডিসেম্বর এই শিশু জন্ম গ্রহণ করেন। জন্মের পরেই শিশুটির গালে নৌকার চিহ্ন ভেসে উঠে। আরিফুর রহমান বিএনপির সমর্থিত বলে এই জন্ম দাগের এই চিহ্নের কথা সবার কাজ থেকে গোপন রাখেন। তখনই শিশুটির নাম রাখেন আরিফা তাওসিনা সাওদা। অবশেষে ৮মাস পরে সেই শিশুটির গালের (নৌকা প্রতীক) চিহ্নটি ঝল ঝল করে ভেসে উঠেছে। শিশুর গালে এমন চিহ্ন দেখে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এই এলাকায়।
এ-বিষয়ে শিশুটির পিতা আরিফুল হক বলেন, কিছুদিন যাবত আমি ফলো করলাম মেয়েটির গালে নৌকা প্রতীকের প্রতিচ্ছবিটি বুঝা যাচ্ছে। এটা গোপন রাখা যাচ্ছে না। বাচ্চাটিকে যেই কোলে নেয় সেই অবাক হচ্ছে। এভাবে এক কান দু’কান হয়ে সবাই জেনে গেছে ও প্রচার হয়ে গেছে এবং বিভিন্ন মানুষ দেখতে আসে। আল্লাহর প্রদত্ত দাগ এটা কারোর কিছুই করার নেই।
তিনি আরো বলেন, মেয়েটির নাম আমরা সাওদা রেখেছি। কিন্তু যারা দেখতে আসে তারা রাখে ‘নৌকা কন্যা সাওদা’ বলে আবার অনেকেই নৌকা কন্যা সাওদা নামেই ডাকে। আর এটা যদি প্রকৃত পক্ষেই নৌকার চিহ্ন হয় তাহলে নৌকার মালিক জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আসুক সেটাই আমি চাই।