রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি’র সহযোগিতায় সরকারি সা’দত কলেজে ইতিহাস বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার “ছয়দফা দাবি উত্থাপন: দূরদর্শী রাজনীতির সোপান” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান রোটরি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট ড: তাহমিনা খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দী।
সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক সুফিয়া সুলতানা। মূখ্য আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ আলী কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আ এ শেখ মো: আছরারুল হক চিশতি।
প্রবন্ধের উপর বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড: মো: নাজমুস সাদেকীন, সরকারি সা’দত কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ছুলায়মান কবীর, সহকারী অধ্যাপক সানজিদা আক্তার কেয়া। রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির পক্ষ থেকে রোটারি বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড: মো: হারুন অর রশিদ।